দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক কেজি গাঁজাসহ রায়হানুল ইসলাম (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় উপজেলার কৈইপাড়া বাজার এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।সে উপজেলার বুলাকীপুর ইউপির বালিয়া গ্রামের কৈইপাড়ার মৃত শমসের আলীর ছেলে।
পুলিশ সূত্র জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোজাফফর রহমান সহ সঙ্গীয় পুলিশের একটি দল উপজেলার কৈইপাড়া বাজারে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রায়হানুল ইসলাম কে হাতেনাতে আটক করে পুলিশ।পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করে আটক ওই ব্যক্তি।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু হাসান কবির সত্যতা নিশ্চিত করে বলেন,গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।আটককৃত ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়,