চলতি পথে গাড়ির বিকল হলে মেরামতের জন্য লোকাল জনপথে থাকা গ্যারেজ মিস্ত্রীর তালিকা প্রস্তুত করেছি। যাতে যানজট সৃষ্টি হতে না পারে। এছাড়া যানজট এড়াতে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ও দায়িত্বশীল আচরনের আহবান জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান ও অতিরিক্তি আইজিপি মো. শাহাবুদ্দিন খান।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে পরিদর্শনে এসে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহবানের কথা তুলে ধরেন তিনি।
তিনি আরো বলেন, সড়ক-মাহসড়কের যানজট প্রবণতা বা চ্যালেঞ্জিং জায়গাগুলো চিহ্নিত করেছি। সেখানে বেশি নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। এম্বুলেন্স ও রেকারগুলো প্রস্তুত রয়েছে। এছাড়া আমরা পরিবহন মালিক-শ্রমিকসহ সবাই মিলে সমন্বয় করার চেষ্টা করেছি। এছাড়া আমাদেরও ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা ঈদের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবো। আমরা প্রত্যাশা করতে পারি, এবারের ঈদ যাত্রা আরো বেশি সাচ্ছন্দ ও নিরাপদ হবে।
এসময় হাইওয়ে পুলিশের বিভিন্ন কর্মকর্তাসহ ঢাকা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।