• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন
  • [কনভাটার]

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ জন মনোনয়নপত্র নিয়েছেন

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান / ৮১ জন দেখেছেন
আপডেটঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
ফাইল ছবি

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধানঃ জেলার বিভিন্ন আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এ পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ৪৮ জন।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার জন্যে মনোনয়ন নিয়ে আলোচনায় আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান। তাঁর পক্ষে সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বকুল মিয়া নামের একজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য আজ মঙ্গলবার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সকল পর্যায়ের পদ থেকে একরামুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে। এ আসন থেকে আরও মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগের বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, জাকের পার্টির মো. জাকির হোসেন চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইসলাম উদ্দিন ও স্বতন্ত্র রোমা আক্তার।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে প্রতিদ্বন্ধিতার জন্যে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মো. শাহজাহান আলম, জাকের পার্টির জহিরুল ইসলাম ভূইয়া, স্বতন্ত্র মো. মঈন উদ্দিন, ইসলামী ঐক্যজোটের আবুল হাসানাত, তৃণমূল বিএনপির মাইনুল হাসান, ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস।

ব্রাহ্মনবাড়িয়া-৩ (সদর) আসন থেকে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, স্বতন্ত্র জহিরুল হক চৌধুরী, কাজী জাহাঙ্গীর ও ফিরোজুর রহমান, জাতীয় পার্টির মো. রেজাউল ইসলাম ভূইয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মো. নূরে আজম, জাকের পার্টির মো. সেলিম কবির, জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আবদুর রহমান খান ওমর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা মজিবুর রহমান হামিদী।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত আনিসুল হক, স্বতন্ত্র সাবেক এমপি মো. শাহ আলম, শ্যামল কুমার রায়, এ কে এম বদিউল আলম, জাকের পার্টির মো. জাহাঙ্গীর আলম, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, জাতীয় পার্টির তারেক মো. আদেল, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের ফয়জুর রহমান বাদল, স্বতন্ত্র মোহাম্মদ এবাদুল করিম, একেএম মমিনুল হক সাঈদ, নজরুল ইসলাম ভূইয়া, মোস্তাক, জাতীয় পার্টির মো. মামুনুর রশিদ, সুপ্রিম পার্টির জামাল সরকার, জাতীয় পার্টির মোবারক হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের আখতার হোসেন সাঈদ, ইসলামী ঐক্যজোটের মো. মেহেদী হাসান, জাকের পার্টির মো. জামসেদ মিয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, জাকের পার্টির আবদুল আজিজ, জাতীয় পার্টির আমজাদ হোসেন, সুপ্রিম পার্টির কবির মিয়া, স্বতন্ত্র সফিকুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম।

এদিকে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস ৩টি আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!