• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১২ অপরাহ্ন
  • [কনভাটার]

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন হবিগঞ্জের সৈকত

শরিফ চৌধুরী, হবিগঞ্জ ব্যুরো প্রধান / ১০৫১ জন দেখেছেন
আপডেটঃ রবিবার, ৬ আগস্ট, ২০২৩

শরিফ চৌধুরী, হবিগঞ্জ ব্যুরো প্রধান
————————–

৪১তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ১৫০তম স্থান অধিকার করে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে হবিগঞ্জের কৃতি সন্তান মোঃ আমিন-অর-রশিদ (সৈকত)। সে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের স্থায়ী নাগরিক। তার পিতা মোঃ আশরাফ আলী বিসিএস (মৎস্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মাতা মরহুমা নাদিরা আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

চার ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ সৈকত ছোটবেলা থেকেই পড়াশোনা ও খেলাধূলায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। পরবর্তীতে সেখান থেকে ৮ম শ্রেণিতে বৃত্তি ও এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে সে। সৈকত ২০১২ সালে বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসিতেও গোল্ডেন জিপিএ ৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হয়। সেখানেও সে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে।

পড়াশোনার পাশাপাশি সৈকত একজন ভাল ক্রিকেটার ও স্কাউটার। ৯ম শ্রেণিতে পড়াকালীন সময়ে সে বিকেএসপির আন্ডার ১৬ ক্রিকেট ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। স্কাউটিংয়ে সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শনের জন্য সে ২০১৮ সালে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে। রচনা, বিতর্ক, জারীগান, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় তার রয়েছে অসংখ্য পুরস্কার।

তার বড়ভাই মোঃ হারুন-অর-রশিদ (সাগর) বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩০তম ব্যাচের একজন সদস্য ও বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কর্মরত। সৈকত সততা ও নিষ্ঠার সাথে জনগণকে সেবা প্রদানের মাধ্যমে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য হবিগঞ্জবাসীর নিকট দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

April 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

No video found!