• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ধর্মপাশায় বন্যার পূর্বাভাস সম্পর্কিত আলোচনা সভা

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ / ৬৪ জন দেখেছেন
আপডেটঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ

 
ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় স্কেলিং আপ ফোরকাস্ট বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ  সুফল প্রকল্প আওতায় উপজেলা পর্যায়ে বন্যার পূর্বাভাস বিপদসীমা সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন  পপি। সহযোগিতা করে কেয়ার বাংলাদেশ। কারিগরি সহায়তা করে রিজিওনাল ইন্টগ্রেটেড মাল্টি- হ্যজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর আফ্রিকা এন্ড এশিয়া ( রাইমস, 
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে পরিচালনা করেন মহিরুল ইসলাম তুষার  প্রজেক্ট ম্যানেজার পপি, 
অন্যানদের মাঝে বক্তব্য দেন, নেতাই চন্দ্র  দে সরকার, পরিচালক এম, আই, এম,দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, সরদার উদয় রহমান, এজিঃ ইঞ্জিনিয়ার বাংলাদেশ পানি উন্নয়ন বোড,  ফখরুল আরেফিন প্রাগ্রাম ম্যানেজার রাইমস, কাজী রাবেয়া এমি, কনসোলটিয়াম কো-অজির্নেটর, কেয়ার বাংলাদেশ, সঞ্জয় রায় চৌধুরী জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নাসরিন সুলতানা দিপা চেয়ারম্যান সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ প্রমুখ। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন, সমাজ সেবা অফিসার গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, পি আই ও আব্দুল মোতালেব, জাহাঙ্গীর আলম ,  উপ-সহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোড ধর্মপাশা উপজেলা।  ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম এম এ রেজা পহেল,  উৎকলিতা রহমান মুখর, টেকনিক্যাল কো-অর্ডিনেটর, কেয়ার বাংলাদেশ,, জাহাঙ্গীর আলম, প্রকল্প কর্মকর্তা কেয়ার বাংলাদেশ, আনিকা   তাবাসুম প্রতিনিধি রাইমস,এ,এম,এম তারেখ সিদ্দিকী প্রগ্রামার বন্যা পূর্বাভাস ও সর্তক করন কেন্দ্র, বাউবো। অনুষ্ঠানে বন্যার পূর্বাভাস ও বিপদসীমা নিয়ে আলোচনা করা হয়। 


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!