• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]

ষড়যন্ত্রকারীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শরিফ চৌধুরী, হবিগঞ্জ ব্যুরো প্রধান / ৬৪ জন দেখেছেন
আপডেটঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

 

 

শরিফ চৌধুরী, হবিগঞ্জ ব্যুরো প্রধান /

‘আমরা আমাদের নিজেদেরেেক বারবার কেন খাটো করি এসব প্রশ্নের মধ্য দিয়ে। আমাদের দেশটাতো একটা স্বাধীন-সার্বভৌম দেশ। আমাদের নিজস্ব একটা সংবিধান আছে। আমাদের নিজস্ব আইন আছে। এ দেশটাতে গণতন্ত্র আছে।’ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, স্মার্ট আ্যাপ উদ্বোধন, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় শিক্ষামন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা আমাদের পদ্ধতিতে স্বাধীন নির্বাচন কমিশন আছে। একটা অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য বঙ্গবন্ধু কন্যা অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার করবার জন্যতার সরকার অঙ্গীকারবদ্ধ। আওয়ামী লীগ যেমন করে সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি নির্বাচনেও অংশ নেবে। তেমনি অন্যান্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনে অংশ নিয়ে জনগণের কাছে যাবে।’ তবে মার্কিন ভিসানীতির কারণে উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন প্রভাব পড়ার কথা নয় বলে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।
সুধী সমাবেশে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের বিষয়ে আলোকপাত করে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের এই মনোবাসনা পূরণ হবে না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাহর রহমান সেলিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সলমগীর চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবদুল বাসেত।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সমাবেশের শুরুতে নাম ফলক উন্মোচনের পর বেলুন ও পায়রা উড়িয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, স্মার্ট আ্যাপ উদ্বোধন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণের উদ্বোধন করেন।

 


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!