• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]

নওগাঁর মান্দায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র বাতিল

শহিদুল ইসলাম মিঠুন, ব্যুরো নওগাঁ জেলা / ১২২ জন দেখেছেন
আপডেটঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

নওগাঁ জেলার মান্দা উপজেলায় এসএসসি পরীক্ষার দুই টি কেন্দ্র বাতিল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড।

বাতিল হওয়া কেন্দ্র দুটি হলো মান্দা উপজেলার চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ ও জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। ২০২৩ সালের অনলাইনে প্রকাশিত এসএসসি পরীক্ষার কেন্দ্র অনুযায়ী বিদ্যালয়ের তালিকায় এ দুটি কেন্দ্রের নাম নেই।
মান্দা উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রতি বছর উপজেলার ৭৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৪ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতো এই ৮টি কেন্দ্রে কিন্তু চলতি বছর থেকে ঐ দুটি কেন্দ্রের শিক্ষার্থীরা ঐ ৬টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। কেন্দ্র গুলো হলো, উপজেলার মান্দা এস সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহাপুর ডি এ উচ্চ বিদ্যালয়, কালিকাপুর চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোটগাড়ী শহীদ মামুন সরকারি স্কুল এন্ড কলেজ।
জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান বলেন, কেন আমার প্রতিষ্ঠানকে কেন্দ্র থেকে বাতিল করা হলো তা আমার জানা নেই। এমনকি বোর্ড থেকে কোন চিঠিও আমাকে দেওয়া হয়নি।
হঠাৎ করে এবছর কেন এ দুইটি কেন্দ্র বাতিল করা হলো এবিষয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, মন্ত্রণালয় থেকে কেন্দ্র কথা বলা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো প্রতিবেদনের উপর ভিত্তি করে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিস ও বোর্ডের প্রতিনিধির সমন্বয়ে মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক এই কেন্দ্র দুটি বাতিল করা হয়।
এবিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান বলেন, এটা নিয়ে একটি মিটিং হয়েছে। তার কারণে কেন্দ্র দুটি বাতিল হতে পারে। এখনও আমার কাছে কোন চিঠি আসেনি বা কেন্দ্রের তালিকাও আসেনি।

 


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!