• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]

ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

মনোয়ার হোসেন বাবু, রিপোর্টার ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর / ৯২ জন দেখেছেন
আপডেটঃ রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।রবিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।

অনুষ্ঠানে ভেটেরিনারি সার্জন ডাঃ আরিফা পারভিন বর্ণার সঞ্চালনায় ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ বিপ্লব কুমার দে।

এসময় দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন,ভেড়া পালনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্বাবলম্বী হতে ও দেশের আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নয়,পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানা রকম ভাতা ও সহোযোগীতা করে যাচ্ছে সরকার।পরে উপজেলার ১৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতারণ করেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তৌহিদুল আনোয়ার,উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রসিনা সরেন,থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির,ঘোড়াঘাট সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী মন্ডল,সদর ইউনিয়ন চেয়ারম্যান আসাদূজ্জামান ভূট্টো সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে জানান,উপজেলার ৪৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২টি করে ৯০০টি ভেড়া ও ঔষধ এবং সেই সাথে গৃহ নির্মাণের জন্য টিন,পিলার,ফ্লোর ম্যাট,৩০কেজি খাবার বিতারণ করা হবে।আজকে ১০০ জনের মধ্যে ২০০টি ভেড়া সহসকল সামগ্রি দেওয়া হবে,বাকি ঈদের পর ৩৫০জনের মাঝে বিতারণ করা হবে।

ক্যাপশনঃ ঘোড়াঘাট উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতারণ করছেন এমপি শিবলী সাদিক

 


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!