• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী আজ

মাহমুদুল্লাহ রিয়াদ,ব্যুরো প্রধান ময়মনসিংহ জেলা / ৯৬ জন দেখেছেন
আপডেটঃ সোমবার, ৮ মে, ২০২৩

মাহমুদুল্লাহ রিয়াদ,ব্যুরো প্রধান ময়মনসিংহ

 

 

ময়মনসিংহের জেলা শিল্পকলা একাডেমিতে ০৮ মে ২০২৩ খ্রিস্টাব্দে বিকাল ৪.০০ ঘটিকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ অভিধায় ভূষিত করা হয়। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন।

জন্মবার্ষিকী উপলক্ষে তার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান বলেন, ‘কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চেতনা ও মননের প্রধান প্রতিনিধি। বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি নির্দেশকের ভূমিকা রেখেছেন। তিনি আমাদের অন্যতম শ্রেষ্ঠ সংগীত স্রষ্টা। চিত্রকর, সমাজচিন্তক এবং মানবতাবাদী দার্শনিক হিসেবেও রয়েছে তার বিশ্বখ্যাতি।’

জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি রেঞ্জ,ময়মনসিংহ। আরও উপস্থিত ছিলেন মোঃ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,ময়মনসিংহ, মোঃ এহতেশামুল আলম, সভাপতি, জেলা আওয়ামীলীগ, ময়মনসিংহ,
এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মরত কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!