• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ময়মনসিংহে সদরের পরানগঞ্জ বাজারে- টিসিবির পণ্য বিতরণ

মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ ব্যুরো প্রধান / ২১৭ জন দেখেছেন
আপডেটঃ রবিবার, ৪ জুন, ২০২৩

মাহমুদুল্লাহ রিয়াদ ব্যুরো প্রধান ময়মনসিংহ।

রবিবার দিনভর (০৩ জুন ২০২৩) তারিখে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের পরানগঞ্জ বাজারে কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়। পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রমজান আলী, ইউপি সদস্য লেদু মহরি,ইউপি সদস্য হাবিবুর রহমান হবি ,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হালিমা খাতুনসহ টিসিবির ডিলার শহিল্লাহ্ শহীদ, সুজন সরকার, সিরাজুল ইসলাম সিরাজ, প্রমুখ।

ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জ ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে ২৩৫৪ জন কার্ডধারীদের কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়। ৩৬০ টাকা মূল্যের এসব পণ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল। এদিকে টিসিবির ডিলারা বলছে দ্রব্যমূল্যে দাম বৃদ্ধির কারণে আরো কয়েকটি খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে না টিসিবিতে, খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণ আসলেই পুরোপুরি দেয়া হবে সকল খাদ্য সামগ্রীপণ্য।

ইউপি সদস্য মোঃ রমজান আলী বলেন, টিসিবির পণ্য পেয়ে উপকারভোগী মানুষ অনেক উপকৃত হচ্ছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের গরীব ও মেহনতী মানুষকে ভর্তুকি মূল্যে এসব পণ্য তাদের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিচ্ছে।

এদিকে আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ (শহীদ), বলেন বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ। টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!