• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]

শম্ভুগঞ্জে জমি বিক্রির হারিয়ে যাওয়া টাকা উদ্ধার

মাহমুদুল্লাহ রিয়াদ,ব্যুরো প্রধান ময়মনসিংহ জেলা / ২১০ জন দেখেছেন
আপডেটঃ বুধবার, ৭ জুন, ২০২৩

মাহমুদুল্লাহ রিয়াদ ব্যুরো প্রধান ময়মনসিংহ।

ময়মনসিংহের শম্ভুগঞ্জে জমি বিক্রির হারিয়ে যাওয়া ৪-লক্ষ টাকা উদ্ধার করে দিলো কোতোয়ালী মডেল থানার পুলিশ। কিছু পুলিশের কর্মকাণ্ডে পুরো বাহিনীটাকেই অনেক সময় ভুল বোঝে সবাই। তবে বর্তমান সময়ে পুলিশ যেমন মানবিক হয়েছে, ঠিক ততটাই জনসাধারণের আস্থা অর্জন করতেও করছে অনেক কাজ। এসব কাজ গুলো হয়তো সেভাবে ফলোয়ার করে প্রচার করা হয় না। ময়মনসিংহ শম্ভুগঞ্জে জমি বিক্রির হারিয়ে যাওয়া ৪ লক্ষ টাকা উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলো কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম বার।

প্রসঙ্গত, গত (৬ জুন ২০২৩ ) তারিখে, মোঃ রফিকুল ইসলাম (৫০),বিকাল অনুমান ৩টা সময় নগদ ৪ লক্ষ টাকা ১টি বেগ সহ ১টি চার্জার ফ্যান নিয়ে ব্রীজ মোড় হইতে শম্ভুগঞ্জ বাজারের উদ্দেশ্যে অটো গাড়ীতে আসে । অটো সামনে বসে এবং টাকার বেগটি অটো গাড়ীর সামনে চাকার উপরে রাখে এবং চার্জার ফ্যানটি হাতে থাকে । পরবর্তীতে বিকাল ৪ সময় শম্ভুগঞ্জ বাজারে আসলে ভুল বশত টাকার বেগটি রেখে চার্জার ফ্যানটি নিয়ে অটো গাড়ী থেকে নেমে যাই। পরবর্তীতে টাকার বেগের কথা মনে পড়ার সাথে সাথে উক্ত স্থানে এসে দেখেন যে, অটো গাড়ীটি চলে গেছে। ।
সম্ভ্যাব্য সব যায়গায় খোঁজাখুঁজি করে টাকার ব্যাগটি না পেয়ে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ জানান, সাধারণ ডায়রির তদন্তকারী কর্মকর্তা এসআই ত্রিদীপ ও এএসআই মো: ফরহাদ হোসেন ,তাৎক্ষনিক ঘটনাস্থল ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থলের আশপাশে স্থাপিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একজন অটোচালককে ব্যাগটি নিতে দেখা যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজের প্রদর্শিত অটোরিক্সা চালককে শনাক্ত করে চালকের হেফাজত হতে হারিয়ে যাওয়া ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪লক্ষ টাকা ব্যবসায়ীকে ফেরত প্রদান করা হয়েছে।মানবিক বিবেচনায় দায়িত্ব নিয়ে টাকা উদ্ধার করে দিয়েছি।

অটোরিক্সা চালক মোঃ শহিদ মিয়া হারিয়ে যাওয়া টাকা পাওয়ার পর ফেরত প্রদানের জন্যে মালিককে খুজঁছেন মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান। সে মানবিক একজন রিস্কা চালক।

এ বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, টাকা ফেরত পেয়ে তিনি অনেক খুশি। এ ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত মোঃ ফারুক হোসেন ও কাউন্সিলর শাহজাহান মুনির।


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!