• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]

পরানগঞ্জে বিএনপি’র যুবদলের নেতা রুহুল আমিন সরকারের দাফন সম্পন্ন

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ / ৬৯ জন দেখেছেন
আপডেটঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

 

প্রত্যাক প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে”। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তিনার ইবাদত করার জন্য। আজ আমরা কতটুকু পালন করছি। যিনি সৃষ্টি করেছেন তিনিই আবার আমাদের মৃত্যুর মাধ্যমে নিয়ে যাবেন।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (১৮ জুলাই ২০২৩) তারিখ বিকেলে ময়মনসিংহ নগরীতে বিএনপির পথযাত্রার সময় হিট-স্ট্রোক করেন ইউপি সদস্য রুহুল আমিন সরকার। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স ছিলেন (৩২) বছর। সে ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়নের হিরণ পলাশিয়া গ্রামের বাসিন্দা। আজ বুধবার (১৯ জুলাই ২০২৩) তারিখ সকাল ১০ ঘটিকার সময় তার নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে জাতীয়তাবাদী বিএনপি দলের নেতা কর্মীরা দলীয় পতাকা দিয়ে কফিন ঢেকে দেন।

পারিবারিক সূত্রে জানা যায় ,গত মঙ্গলবার (১৮জুলাই) ময়মনসিংহে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালীন সময়ে অতিরিক্ত তাপদাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন রুহুল আমিন সরকার। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

ময়মনসিংহ নগরীর বিএনপি দলীয় কার্যালয় থেকে পথযাত্রাটি চরপাড়া এলাকায় পৌঁছলে একপর্যায়ে রুহুল আমীন অসুস্থবোধ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাঁর শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. রোকনুজ্জামান সরকার রোকন উপস্থিত ছিলেন।

মরহুমের জানাজায় অংশ নেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স. দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. রোকনুজ্জামান সরকার রোকন. কোতোয়ালি থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন আহমেদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা সাধারণ সম্পাদক, পরানগঞ্জের কৃতিসন্তান ইদ্রিস আলী,পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফ সরকার, ৫নং-সিরতা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ আবু সাঈদ সরকার, ৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সোলায়মান কবির মাষ্টার, ৫নং- ওয়ার্ড বীর বওলা সাবেক তিন তিন বারের ইউপি সদস্য গোলাম আব্বাস বাবুল, সিরতা ইউনিয়নের চর দূর্গাপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন লিটন প্রমূখ।

বিএনপি যুবদলের নেতা মরহুম রুহুল আমিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপির দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উক্ত নামাজে জানাজায় জাতীয়তাবাদী বিএনপির যুবদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!