• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ০১:০২ অপরাহ্ন
  • [কনভাটার]

দীর্ঘ সাত বছরের অবসান ঘটিয়ে নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি / ৭৪ জন দেখেছেন
আপডেটঃ শনিবার, ২৯ জুলাই, ২০২৩

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি /

দীর্ঘ সাত বছরের অবসান ঘটিয়ে অবশেষ অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনায় জেলা সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সন্মেলন। সর্বশেষ জেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়েছিল ২০১৫ সালে।

আজ শনিবার বেলা সোয়া ১২টায় পৌর শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠানের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে, থিম সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল হাসান লিটু ও স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মারুফ হাসান খান অভ্র।

সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল, জেলা আওয়ামীলীগ নেতা নূর খান মিঠু, অধ্যাপক ভজন সরকার, প্রশান্ত কুমার রায় প্রমূখ।

নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল ২০১৫ সালে। প্রায় আট বছরের মাথায় আজ শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
এর আগে জেলার ১০টি উপজেলাসহ জেলা শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সন্মেলনে যোগ দেন।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ নভেম্বর নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মো. মারুফ হাসান খান সভাপতি ও মো. খায়রুল হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত ২০১৯ সালের ১৯ জানুয়ারি ১০৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ফলে প্রায় আট বছরের মাথায় আজ সম্মেলন হচ্ছে।

সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই নেত্রকোনা আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটির নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে শুরু হয় গুঞ্জন। আজ কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব গঠনের মধ্য দিয়ে এই গুঞ্জনের অবসান হবে।
সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। পদপ্রত্যাশী নেতাদের সমর্থনে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ডে সম্মেলনস্থল, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে।

বিভিন্ন সুত্রে জানায়, সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ডজন খানেকের ওপরে পদপ্রত্যাশী আছেন। সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক মো. খায়রুল হাসান লিটু, সৈয়দ বজলুর রশিদ, এসএম সারওয়ার রোকন, মাহবুবুর রহমান, আরিফুজ্জামান রনি এবং সাধারণ সম্পাদকদের মধ্যে মির্জা আহসানুল কবির, মো. মিজবাহ উদ্দিন খান প্রমুখ রয়েছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীরা সবাই জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা।

সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জেলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মারুফ হাসান খান গতকাল শুক্রবার বিকেলে শহরের ছোট বাজার এলাকায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন।

তিনি বলেন, ২০১৫ সালে সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হয় ২০১৯ সালের ১৯ জানুয়ারিতে। আজ সমঝোতার মাধ্যমেই নুতন নেতৃত্ব নির্বাচিত হবে বলে আশা করা যায়


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!