• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]

সুনামগঞ্জের মধ্যনগরে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজে ডিজাইন পরিবর্তন করার প্রতিবাদে এমপি রতন ও তার ভাই রোকনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পহেল তালুকদার ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ / ৩৫৬ জন দেখেছেন
আপডেটঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার প্রশাসনিক ভবনের প্রস্তাবিত ন্থান এলাকায় সরকারি অর্থায়নে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজে ডিজাইন পরিবর্তন করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে সুনামগঞ্জ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর আপন ছোট ভাই ধর্মপাশা উপজেলা পরিষদের আওয়ামিলীগের বিদ্রহী চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি যুক্ত করার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার। লিখিত বক্তব্য তিনি উল্লেখ করেন, নবগঠিত মধ্যনগর উপজেলায় সরকারি অর্থায়নে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে । কিন্তু সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ডিজাইন মোতাবেক কাজ না করে বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ছোট ভাই ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি যুক্ত করা হয়েছে। ম্যুরালের ডিজাইন পরিবর্তন করতে হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয় কিন্তু তা নিয়েই এই ম্যুরাল নির্মাণের কাজ করা হয়েছে। এতে বঙ্গবন্ধুকে অবমাননা ও প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ চলমান রয়েছে। মধ্যনগর উপজেলায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে এমপি রতন ও উপজেলা চেয়ারম্যান রোকনের ছবি দ্রুত অপসারণ করতে হবে। যারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে দৃষ্টতা দেখিয়েছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ জন্য জেলা আওয়ামী লীগের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন, প্রায় ১০লাখ টাকার সরকারি অর্থায়নে এই ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। আমরা জানতে পেরেছি একজন ঠিাদকারের সহযোগিতা নিয়ে ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারস্যান মোজাম্মেল হোসেন রোকন বিধি লঙ্ঘন করে এই ম্যুরাল নির্মাণ কাজটি করিয়েছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সোজাম্মেল হোসেন রোকন এই কাজে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।
ধর্মপাশার ইউএনও মো মুনতাসির হাসান বলেন,ডিজাইন মোতাবেক এই বঙ্গবন্ধুর ম্যুরালটি নির্মাণ করা না হয়ে থাকলে সেটি সঠিকভাবে করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে,দুরযোগ ও সমাজ কল্যান সম্পাদক রানু চক্রবর্তী, সদস্য সাজেদা আহম্মেদ, অজম তাং, সদস্য, দেবাশীষ তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!