• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ মে ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ভারতের শাসন থামিয়ে ভারতেরই মাটিতে ‘হেক্সা’

দেশবাংলা প্রতিদিন ডেস্ক নিউজ / ৫৩ জন দেখেছেন
আপডেটঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
ভারতেরই মাটিতে ‘হেক্সা' (ষষ্ঠ শিরোপা) উৎসবে মাতল অস্ট্রেলিয়া-AFP

ভারতকে ছয় উইকেটে হারিয়ে প্যাট কামিন্সের দল জিতল ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ।ভারতের ২৪০ রানের চ্যালেঞ্জ ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ৪২ বল বাকি থাকতে পেরিয়ে উৎসবে মাতেন ওয়ার্নার, স্মিথ, স্টার্করা। আহমেদাবাদের নীল সমুদ্রে হেডই আসলে তুলেছেন হলুদ ঢেউ।

ভারত জিতে এসেছিল টানা ১০ ম্যাচ, টুর্নামেন্টে অপরাজিত ছিল তারা, যে জয়ের ধারা শুরু হয়েছিল ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েই। ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে পয়েন্ট তালিকার তলানীতে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের জয়রথ ছুটেছে, অস্ট্রেলিয়া খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে পেরিয়ে এসেছে একের পর এক বাধা। সর্বশেষ সেমিফাইনালেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে কঠিন লড়াই করে আসতে হয়েছে তাদের।

ভারতেরই মাটিতে ‘হেক্সা’ (ষষ্ঠ শিরোপা) উৎসবে মাতল অস্ট্রেলিয়া

কিন্তু তারা অস্ট্রেলিয়া—বিশ্বকাপের সবচেয়ে সফল দল। সেই অস্ট্রেলিয়ার কাছে থমকে গেল ভারত। এবারের বিশ্বকাপে ১১তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল রোহিত শর্মার ভারত। সেটিও ঘরের মাঠে ১ লাখ ৩০ হাজার সমর্থকের সামনে।

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার লক্ষ্য খুব বড় ছিল না, ২৪১ রানের। তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল কামিন্সের দল। মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহদের বোলিং তোপে ৪৭ রান তুলতেই তারা হারিয়ে বসে ৩ উইকেট।

সেখান থেকে ট্রাভিস হেড আর মার্নাস লাবুশেন ২১৫ বলে ১৯২ রানের জুটিতে ম্যাচ বের করে নিয়ে আসেন। জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে মোহাম্মদ সিরাজের বলে আউট হন হেড। ১২০ বলে ১৩৭ রানের ম্যাচ জেতানো ইনিংসে ১৫টি চার আর ৪টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার।

হেডকে দারুণ সাপোর্ট দেওয়া লাবুশেন ১১০ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। জয়সূচক দুই রান আসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে।

অবশেষে ”

নীল ঢেউ থামিয়ে অস্ট্রেলিয়ার ‘হেক্সা’

 


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!