• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ মে ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]

চাঞ্চল্যকর রহস্য উদঘাটনে ময়মনসিংহে ডিবি পুলিশ

মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ প্রতিনিধি / ৯০ জন দেখেছেন
আপডেটঃ বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
ময়মনসিংহে ডিবি পুলিশ। ছবিঃ দেশবাংলা প্রতিদিন

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ ব্যুরো প্রধান: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা এর দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন এর নেতৃত্বে এসআই শাহ মিনহাজ উদ্দিন, এসআই রেজাউল আমীন বর্ষন, এসআই পরিমল চন্দ্র সরকার অভিযান পরিচালনা করে প্রকাশ্য দিবালোকে গফরগাঁও চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন পূর্বক ৩ জন ডাকাত গ্রেফতার ও প্রাইভেটকারসহ ৪,৭০,০০০ টাকা উদ্ধার সংক্রান্তে মাসিক ক্রাইম কনফারেন্স (২২ অক্টোবর ২০২৩) এর আইজিপি কর্তৃক আর্থিক পুরস্কার প্রাপ্তি এবং ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকার সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটনসহ আসামি গ্রেপ্তারের ঘটনায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা কর্তৃক আর্থিক পুরস্কার প্রধান।

এরই ধারাবাহিকতা,জানা যায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ফারুক হোসেন এর মাদক,ডাকাতি, চুরি,জঙ্গি সন্ত্রাস,হত্যা মামলা রহস্য উদঘাটন বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে জেলায় প্রকাশ্য মাদক বিক্রি প্রায় বন্ধ হওয়ার উপক্রম। শহরে আর দেখা যায় না মাদক বিক্রেতাদের। তবে মাদক নির্মূলে যারা দিনরাত পরিশ্রম করে চলেছেন তাদের নিরুৎসাহিত করলেন না ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা। মাদক নির্মূলে অবদান রাখায় তাদের উৎসাহ প্রদানে পুরস্কৃত করলেন তিনি। পুরস্কার প্রাপ্তি মনকে আনন্দিত করে। ভালো কাজের পুরষ্কার জাতির কাছে প্রশংসায় ভাসে। এ জাতীয় পুরষ্কার এর জন্য গুটা পুলিশ বাহিনী কম্পিটিশনে নিয়মিত কাজ করে যাচ্ছে। শুধু পুরষ্কার এর আশায় নয় বরং দেশ ও জাতির জান, মাল নিরাপত্তা সহ সকলকে নিরাপদে রাখতে সকল চেষ্টায় মগ্ন পুলিশ বাহিনী। জনমনে আজ পুলিশ বাহিনী আস্থা অর্জন করতে পেরেছে।

প্রকাশ্য দিবালোকে গফরগাঁও চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন পূর্বক ৩ জন ডাকাত গ্রেফতার ও প্রাইভেটকারসহ ৪,৭০,০০০ টাকা উদ্ধার। আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করায় মাননীয় আইজিপি কর্তৃক পুরস্কার প্রদান। মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করায় পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক পুরস্কার প্রদান। আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবনাল এর গ্রেফতারী পরোয়ানা তামিল করায় পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক পুরস্কার প্রদান। চুরি যাওয়া মাটি কাটার ভেকু উদ্ধার করায় পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক পুরস্কার প্রদান।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)এ’র অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, পুরস্কার পাওয়াটা আনন্দময়। এ ভাবে পুরস্কার পেলে আমাদের দেখাদেখি দেশের সকল পুলিশ বাহিনীর কাজের আরও গতি বাড়বে। জেলা পুলিশ সুপার এর হাত থেকে পুরস্কার পেয়ে ডিবি পুলিশের ওসি ফারুক হোসেনসহ ডিবি পুলিশের কর্মকর্তাগণ খুশি।


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!