• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বিট–বাইট

রিপোর্টারঃ / ১৫৮ জন দেখেছেন
আপডেটঃ শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

স্মার্ট চশমা

মাইক্রো ওএলইডি প্রযুক্তির এ চশমা পড়লেই চোখের সামনে ভেসে উঠবে টেলিভিশনের মতো পর্দা। চশমাটির সঙ্গে ইয়ারফোন থাকায় শব্দও শোনা যাবে। ‘লেনোভো গ্লাস টিওয়ান’ মডেলের চশমাটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা যেকোনো যন্ত্রের সঙ্গে যুক্ত করে ব্যবহার করার সুযোগ মিলবে। চশমার দুটি কাচেই ১০৮০ x ১৯২০ পিক্সেল র‌েজল্যুশনের ওএলইডি পর্দা থাকায় ভালো মানের ছবি দেখা যায়। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর তৈরি চশমাটি বছরের শেষ নাগাদ চীনে উন্মুক্ত করা হবে। সূত্র: এনডিটিভি

বিট–বাইট

স্মার্টঘড়ি থেকে হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে

ওয়্যার ওএস থ্রিতে চলা স্মার্টঘড়িতে হোয়াটসঅ্যাপ ফোনকল গ্রহণ করে কথা বলা যাবে। হোয়াটসঅ্যাপে ফোনকল এলেই রিংটোন বাজিয়ে ব্যবহারকারীদের সতর্ক করবে স্মার্টঘড়ি। পর্দায় থাকা রিসিভ বাটন চাপলেই কথা বলা যাবে। এ জন্য কাজও শুরু করেছে হোয়াটসঅ্যাপ।

বর্তমানে ওয়্যার ওএস থ্রিতে চলা স্মার্টঘড়ির মধ্যে স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি ওয়াচ ৪ এবং ৫ অন্যতম। নতুন এ সুবিধা কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ। সূত্র: এনডিটিভি

বিট–বাইট

টাচস্ক্রিনসহ ইয়ারবাড চার্জিং কেস

গান শোনা শেষে কেসটির মধ্যে রেখে দিলেই চার্জ হবে ইয়ারবাড। তারহীন প্রযুক্তির কেসটিতে ১ দশমিক ৪৫ ইঞ্চি এলইডি প্রযুক্তির টাচ স্ক্রিন থাকায় বাইরে থেকেও ইয়ারবাড চার্জ চালু বা বন্ধ করা সম্ভব। জেবিএলের তৈরি ইয়ারবাড চার্জিং কেস আগামী বছরের শুরুতে বাজারে আসবে।

সূত্র: দ্য ভার্জ


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!