• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]

অক্টোবরে ডেঙ্গুতে ৬০ হাজারেরও বেশি হাসপাতালে ভর্তি

দেশবাংলা প্রতিদিন নিউজ ডেস্ক / ৫৭ জন দেখেছেন
আপডেটঃ শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন এবং নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৪৩১ জন। এ নিয়ে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ১ হাজার ৩১৭ জন। আর এই মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৬৫৬ জন এবং মারা গেছেন ৩২৮ জন।

শুক্রবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৬৫ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৬৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬ হাজার ৭৯৮ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার ৯২৯ জন, আর বাকি ৪ হাজার ৮৬৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৬৪ হাজার ৬২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৯৪৭ জন।


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!