• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১১ মে ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]

নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন,> আইজিপি

অনলাইন ডেস্ক / ৯৩ জন দেখেছেন
আপডেটঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন

৬ জানুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে >[ আইজিপি ] চৌধুরী আবদুল্লাহ আল মামুন ভোটারদের আশ্বস্ত করে বলেছেন> আপনারা নিরাপদে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন >পুলিশ আপনাদের পাশে আছে। আমরা উৎসবমুখর পরিবেশে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব বলে আশা করছি >

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামীকাল সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে> আমাদের পুলিশ সদস্যরা আজ রাত থেকেই বাংলাদেশের প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছে >আগামীকাল সকল দেশের নাগরিক ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রে আসবেন >

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দায়িত্ব পালনের জন্য পুলিশ

>আনসার> প্রিজাইডিং অফিসার> পুলিং অফিসাররা কেন্দ্রে চলে এসেছেন সশস্ত্র বাহিনী> বিজিবি >র‌্যাব মোতায়েন করা হয়েছে .পুলিশ বাহিনীর সর্বোচ্চ এই কর্মকর্তা আরো বলেন >আপনারা জানেন কিছুদিন আগে গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় মামলার রহস্য উদঘাটন করা হয়েছে< কারা ঘটিয়েছে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার> আমরা মাগুরাতে একজন ধরেছি <তার মোবাইল থেকে জানা গেছে কাদের  নির্দেশনা রয়েছে সারাদেশে পটকা> ককটেল ফুটিয়ে আতঙ্ক পরিবেশ সৃষ্টি করা।

আগামীকাল ৭ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের নাশকতার তথ্য আছে কিনা জানতে চাওয়া হলে আইজিপি বলেন আমরা এখনো এমন কোন আশঙ্কা করছি না।বাংলাদেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্ব দিক দিয়ে সকল ধরনের প্রস্তুতি আছেন যে কোন নাশকতা মোকাবিলা করার  


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!