• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

সাংবাদিক মাসুদ হত্যার সাত আসামী কারাগারে

নিজস্ব প্রতিনিধি এ,এম সারোয়ার জাহান / ৪৭ জন দেখেছেন
আপডেটঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
সাংবাদিক মাসুদ হত্যার সাত আসামী কারাগারে

দেশবাংলা প্রতিদিনের বরগুনা জেলা সিনিয়র প্রতিনিধি তালুকদার মাসুদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে , ।  বৃহষ্পতিবার বরগুনা মূখ্য বিচারিক হাকিম আদালতে মামলার ৮ জন আসামী হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত ৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বরগুনা কোট পরিদর্শক আসুক কুমারের তথ্যসূত্রে জানা যায় ,আসামীদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আবদুর রহমান, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তালুকদার মাসউদ হত্যা মামলার আসামীদের মধ্যে মোট ৮ জন বরগুনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল এর বিচারক  হারুন অর রশীদের আদালতে জামিন প্রার্থনা করেছিলেন, এদের মধ্যে এজাহারের ১৩ নং আসামী  জাফর হোসেন হাওলাদারের জামিন আদালত মঞ্জুর করেছেন , মামলার এজাহারের ১নং আসামী আসমী হাফিজ আল আসাদ> ২নং আসামী আরিফুল ইসলাম মুরাদ> ৩নং আসামী কাশেম হাওলাদার> ৫নং আসামী সাইফুল ইসলাম মিরাজ> ৮নং আসামী ওয়ালি উল্লাহ ইমরান> ৯নং আসামী জাহিদুল ইসলাম মেহেদি> ও ১০ নং আসামী সোহাগ হাওলাদারের জামিন না মঞ্জুর করে আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন ,গত ১৯ ফেব্রুয়ারী বরগুনা প্রেসক্লাবে আটকে রেখে মারধরের পর ২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশবাংলা প্রতিদিনের বরগুনা জেলা সিনিয়র প্রতিনিধি তালুকদার মাসুদ,  এ ঘটনায় ৪ মার্চ তালুকদার মাসউদের স্ত্রী সাজেদা বাদি হয়ে বরগুনা সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে,  ও অজ্ঞাত ১০ থেকে ১২জনকে আসামী করে মামলা রুজু করেন,
আসামীদের মধ্যে সোহেল হাফিজ এনটিভি>  ওয়ালি উল্লাহ ইমরান দৈনিক আজকের দর্পন> ও কাশেম হাওলাদার অনলাইন পোর্টল সংবাদ প্রকাশের বরগুনা প্রতিনিধি > সাইফুল ইসলাম মিরাজ সময় টিভি,> ফেরদৌস খান ইমন যমুনা টিভি,>জাহিদুল ইসলাম মেহেদি বাংলা নিউজ,>মালেক মিঠু ডিবিসি নিউজ, হিসেবে কর্মরত>
মামলার বাদি ও দেশবাংলা প্রতিদিনের বরগুনা জেলা সিনিয়র প্রতিনিধি নিহত তালুকদার মাসুদের স্ত্রী সাজেদা বলেন, মামলার ১০দিনেও কোনো আসামী গ্রেফতার করেনি পুলিশ। এমনকি তাদের প্রেসক্লাবের সদস্যপদ  থেকেও তাদের বহিষ্কার করা হয়নি।আসামিদের লোকজন বিভিন্নভাবে আমাদেরকে হুমকি- দিচ্ছে এবং এ বিষয় নিয়ে আমি এবং আমার পরিবার নিয়ে  খুব শংকিত,  আদৌ আমি ন্যায় বিচার পাব কিনা সেটা নিয়েও আমি শংকিত, তিনি বলেন আমার স্বামীর ন্যায় বিচার চাই আশা করি আদালত সেই ন্যায় বিচার করবেন, এবং দেশের সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন,


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!