• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে বিএনপির গন মিছিল

অনলাইন সংস্করণ / ১২৭ জন দেখেছেন
আপডেটঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

বিএনপির এক দফা আন্দোলন ও সরকার পতনের লক্ষ্যে শুক্রবার ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বলেন দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে 
আওয়ামী লীগ নতুন খেলা শুরু করেছে করেছেন ‘সরকার আর নির্বাচন কমিশন মিলে নতুন দুটি দলকে নিবন্ধন দিয়েছে, যে দল দুটি কেউ চেনে না। কারণ এই আওয়ামী লীগ সরকার এই দল দিয়ে নির্বাচন নির্বাচন খেলা খেলতে চায়। কিন্তু এবার সেই খেলা খেলতে দেওয়া হবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘এবার আপনাদেরকে জীবনবাজি রেখে এ লড়াই করতে হবে। সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, দাবি আদায় ছাড়া আমরা থামব না। ঘরে ফিরবোনা।

সরকারকে উদ্দেশ্যে করে মির্জা ফখরুল বলেন, জেল-জুলুমের ভয় দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখতে পারবেন না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিবাদ ভোট চোরদের পরাজিত করা হবে। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার পদত্যাগের যে দাবি তা গণভবন এবং বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে হবে। ষড়যন্ত্রের মাধ্যমে আবারো ২০১৪ ও ২০১৮ মত ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ। এবার জনগণ তা হতে দেবে না।

বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের জেল দেওয়া হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন যত নির্যাতন, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করুক আন্দোলন থামানো যাবে না।

নির্বাচন কমিশন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে তিনি বলেন, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙ্গে দিতে হবে, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না।

এদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন গণমিছিলে। তারা বলেন, আজকের গণমিছিল থেকে আমাদের গণদাবি একটাই- বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

আজকের গণমিছিলের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সাথে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক

অন্যদিকে। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাথে ছিলেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ড. আব্দুল মঈন খান ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু’

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর  আরো বলেন, ‘এবার আপনাদেরকে জীবনবাজি রেখে এ লড়াই করতে হবে। সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, দাবি আদায় ছাড়া আমরা থামব না। ঘরে ফিরবোনা।

 

গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

আজকের গণমিছিলের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সাথে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক

অন্যদিকে। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাথে ছিলেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ড. আব্দুল মঈন খান ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু

উল্লেখ্য

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে নেতৃত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহানগর উত্তর আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এ.এম সারোয়ার জাহান / দেশবাংলা প্রতিদিন


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!