• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]

কিশোরগঞ্জের নিকলীতে ব্যাপক গণসংযোগে কেন্দ্রীয় যুবলীগ নেতা সুব্রত পাল।

আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ / ৩৪৩ জন দেখেছেন
আপডেটঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
বৃহস্পতিবার ৩ আগষ্ট সকালে তৃনমুল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় গুলো সাধারনত জনগণের নিকট তুলে ধরে নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে ও নিকলী সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে (বাজিতপুর-নিকলী) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল।
আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনোয়ন পেলেই নির্ধিদ্বায় বিজয়ী হবেন বলেও আলোচনায় উঠে এসেছে বাবু সুব্রত পাল এর নাম। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে (বাজিতপুর- নিকলী) আসনে  নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে নৌকা প্রতীকের প্রচারণা শুরু করেছেন বাবু সুব্রত পাল। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরেনির্বাচনী প্রচার, প্রচারণা এবং ব্যাপক জনসংযোগ করে যাচ্ছেন তিনি।এদিকে, প্রত্যন্ত অঞ্চলের চায়ের দোকানে  জমে ওঠেছে নির্বাচনী আলোচনা-সমালোচনা। মাঠ পর্যায়ে আশানুরুপ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী এই প্রার্থী । তিনি জানিয়েছেন গণ মানুষের কাছে কিশোরগঞ্জ-৫ আসনের জন্য তিনি যোগ্য ও নির্ভরযোগ্য প্রার্থী হিসেবে নিজেকে দাবী করেন।  তিনি সাধারণ মানুষকে ভালোবাসেন সাধারণ মানুষ ও উনাকে ভালোবাসেন। এটা তাঁর মুখের কথা নয়, মাঠ পর্যায়ে জনগনেরই কথা। নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ বলেন, বাবু সুব্রত পাল কে যদি দল থেকে নৌকা প্রতীক দেয়া হয় তাহলে এই আসনে খুব সহজেই বিজয়ী হবেন। কারণ তিনি ক্লিন ইমেজের ব্যক্তিত্বের অধিকারী হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন। তিনি এমনই একজন ব্যক্তি যার জীবন হিস্টোরিতে হিংসা,বিদ্বেষ, প্রতিহিংসা, অহংকার বলতে কোন শব্দ নেই। তাঁর বিরুদ্ধে  কোন অভিযোগও নেই।তাই বর্তমান সমাজের জন্য তরুণ প্রজন্মের আইকন হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেছেন বাবু সুব্রত পাল। কিশোরগঞ্জ -৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তাদের মধ্যে তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা তিনি, এই এলাকায় জনপদের মানুষের মনে আস্থা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছেন। তাকে ঘিরে তৃণমূল আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত।

ছাত্র রাজনীতির মধ্যদিয়ে আওয়ামী যুবলীগের রাজনীতিতে হাতেখড়ি। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত মুখ। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড তাকেই মনোনীত করবেন বলে আশাবাদী তিনি ও তার সমর্থকেরা।

বাবু সুব্রত পাল বলেন, আমি একজন আশাবাদী মানুষ আমার নেত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা ও একজন আশাবাদী মানুষ উনি মানুষকে স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। এই আসনের সাধারন মানুষের কাছ থেকে যে পরিমান সারা পাচ্ছি, তৃনমুল আওয়ামী লীগের ত্যাগী ও নিঃস্বার্থ কর্মীরা এবং সাধারণ মানুষ যেই ভাবে উজ্জীবিত হয়ে আছেন আমি মনে করি আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা প্রতীক দলীয় মনোনয়ন দেয়া হলে খুব সহজভাবেই এই আসনে জাতীর পিতার নৌকা, শেখ হাসিনার নৌকা জয় পাবে। কারন এই আসনের তৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করেন, যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য নিজের সবকিছু উৎসর্গ করতে দ্বিতীয়বার চিন্তা করেন না তারা আমার সাথে আছেন।

এই সংসদীয় আসনে যারা কোন ব্যক্তির লোক হতে পারেননি একমাত্র শেখ হাসিনার লোক হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করেন, বিগত সারে চৌদ্দ বছর ধরে যারা অবহেলিত হয়েও জাতির পিতার আদর্শ বুকে ধারন করে তারা বাবু সুব্রত পালের সাথে আছেন। এই আসনে নৌকার মনোনয়ন পরিবর্তনের গণ জোয়ার উঠেছে বলে জানান স্থানীয় আঃলীগ নেতারা।


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

May 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

No video found!