• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]

ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণায় প্রতারক গ্রেফতার

মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ: / ৩১ জন দেখেছেন
আপডেটঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারক এনামুল গ্রেফতার 

 
মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ:    
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল [ টিআরসি ]পদে নিয়োগ জানুয়ারী-২০২৪ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নির্দেশে এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহে বেগম রোকেয়া বিল্ডিং এ ৪১৪ নাম্বার কক্ষে পরীক্ষার হলের সামনে থেকে [১৬ মার্চ ২০২৪] তারিখে সকাল ০৯.৫৫ ঘটিকার সময়ে মূল প্রবেশপত্রসহ প্রতারকচক্র মো. এনামুল হক [৩২] কে গ্রেফতার করা হয়। 
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ [ ওসি ] ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত পলাতক আসামী মোঃ শাহজালাল ইসলাম এর সাথে গত [ ০৯ মার্চ ২০২৪ ] তারিখে ফার্মগেট ঢাকায় দেখা হয় এবং সে খানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারী-২০২৪ এর পরীক্ষার্থী পলাতক আসামী হাবিবুর রহমান [১৯] পরিবর্তে (বিশ হাজার) টাকার বিনিময়ে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল [টিআরসি] পদে নিয়োগ জানুয়ারী ২০২৪ এর লিখিত পরীক্ষা অংশ গ্রহন করিয়া পরীক্ষা সম্পন্ন করিয়া দিবে। 
ডিবির ওসি ফারুক হোসেন আরও জানান,ধৃত আসামী মোঃ এনামুল হক পলাতক আসামী মোঃ শাহজালাল ইসলাম এর কথামতে রাজি হইয়া গত (১৫ মার্চ ২০২৪) তারিখে বিকাল আনুমানিক ১৬.০০ ঘটিকা থেকে  ১৭.০০ ঘটিকায় যে কোন সময় বিকাশ নাম্বারে প্রথমে [ দশ হাজার] টাকা পাঠায় এবং বাকী [ দশ হাজার] টাকা পরীক্ষা সম্পন্ন করিলে দিবে বলিয়া ধৃত আসামীকে জানায় মর্মে স্বীকার করেন। 
তিনি আরও জানান, উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

April 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

No video found!