• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন
  • [কনভাটার]

বগুড়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে

অনলাইন ডেস্ক / ৬৪ জন দেখেছেন
আপডেটঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
ভোটকেন্দ্রের দৃশ্য> ছবি :সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বগুড়ায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে> ভোট কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মীরা ফলাফল নিতে অপেক্ষা করছেন> ভোটার উপস্থিতি কম থাকলেও বড় ধরনের কোনো ঘটনা ছাড়ায় ভোটগ্রহণ শেষ হয়>

রবিবার সরকারি ছুটি থাকায় সকাল ৮টা থেকে ভোট প্রদান শুরু হলে ভোটাররা শীতের আমেজ ভেঙ্গে ভোট কেন্দ্রে আসেন। উপস্থিতি সংখ্যা কম থাকায় ভিড় এড়িয়ে শৃঙ্খলভাবে ভোট প্রদান করেন ভোটাররা। শহরে একেবারেই যানবাহন চলাচল না থাকায় ভোটাররাও এসেছেন ধীরে ধীরে। দুপুরে উপস্থিতি কম থাকলেও বিকালে কিছুটা ভিড় বাড়ে।

বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আসা ৭৩ বছরের কামরুল ইসলাম জানান> তিনি হয়তো এবারই শেষ ভোট দিলেন। বয়স বেড়ে যাওয়ার কারণে আগামী ভোট পাবেন কি না তার জানা নেই। তিনি জানান, ভোট দিতে কোন সমস্যা হয়নি> ভোটগ্রহণ কর্মকর্তারা তাকে বেশ সহযোগিতা করেছেন। এমন শৃঙ্খল পরিবেশ থাকলে মানুষ ভোট দিতে উৎসাহ পাবে।
আাইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক টহলের মাঝেও গত শনিবার রাতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় একদল যুবক। বগুড়া ভান্ডারি স্কুল ভোট কেন্দ্রে, আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন ভোট কেন্দ্রে> করোনেশন ইনস্টিটিউশন ভোট কেন্দ্রে. এরুলিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, তাপসি রাবেয়া ভোট কেন্দ্র ও নিশিন্দারা স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণ ঘটে। এদিকে বগুড়া>৭ আসনে গত শনিবার রাতে গাবতলীর পৌর এলাকার কমপক্ষে ১০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা>

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান [ র‌্যাব ]- ১২ ও বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ জানায়. রবিবার সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বিহার ইউনিয়নের বিহার বন্দরের একটি ভবন থেকে  তাজা ককটেল উদ্ধার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

April 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

No video found!